ক্যামেরা ব্যাগ নির্মাতা কাটা’র কথা হয়ত জানেন। তারা আয়োজন করেছে ড্রিম ব্যাগ চ্যালেঞ্জ নামে প্রতিযোগিতার। পুরস্কার দুটি লেন্স সহ ক্যানন ৫ডি মার্ক-২, গিটজো ট্রাভেলার কিট (ট্রাইপড এবং হেড), লাইটপ্যানেল মাইক্রো-প্রো। পুরস্কারের পরিমান অর্থে ৫০০০ ডলারের বেশি। যা করতে হবে তা হচ্ছে আপনার স্বপ্নের ক্যামেরা ব্যাগ ডিজাইন করা। ফটোগ্রাফ, ড্রইং, ধারনা, বর্ননা অথবা অন্য কোন মাধ্যমে আপনার বক্তব্য পাঠাতে হবে তাদের কাছে। ধরেই নেয়া যায় তারা সেই মোতাবেক ব্যাগ তৈরী করবে।
প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য তাদের ওয়েব সাইটে ঢুকে রেজিষ্টার করতে হবে। ঠিকানা http://www.dreambagchallenge.com/
২০১০ সালের ১ মার্চের মধ্যে অংশ নিতে হবে। বাছাই করা ডিজাইনগুলি ওয়েবপেজে রাখা হবে। ১৮ বছরের ওপরে বয়সি যেকেউ এতে অংশ নেয়ার সুযোগ পাবে।
প্রতিযোগিতায় অংশ নেয়া ডিজাইন থেকে প্রথমে ১১০টি বাছাই করা হবে, এরপর বিশেষজ্ঞ চুড়ান্ত বিজয়ী নির্বাচন করবেন।
প্রথম পুরস্কারের কথা আগেই উল্লেখ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় স্থানের জন্য ৪০০০ ডলার, তৃতীয় স্থানের জন্য ৩০০০ ডলার মুল্যের ক্যামেরা এবং লেন্স দেয়া হবে।
No comments:
Post a Comment