October 1, 2009

এনবিএ-তে ফেসবুক, টুইটার নিষিদ্ধ NBA prohibits use of Twitter, Facebook

আমেরিকায় সবচেয়ে জনপ্রিয় খেলা বাস্কেটবলের সংস্থা ন্যাশনাল বাস্কেটবল এসোসিয়েশন (NBA) তাদের খেলোয়ারদের জন্য যে গাইডলাইন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে খেলা চলাকালীন সময়ে টুইটার, ফেসবুক ব্যবহার করা যাবে না ৩০টি দলের কাছে পাঠানো চিঠিতে খেলোয়ার, কোচ এবং কর্মকতাদের এধরনের স্যোসাল মিডিয়া সাইটকে সঠিকভাবে ব্যবহার করতে বলা হয়েছে

এতে বলা হয়েছে কোন খেলোয়ার, কোচ বা কর্মকর্তা খেলার সময় মোবাইল ফোন, পিডিএ, অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র ইত্যাদিতে ফেসবুক, টুইটার কিংবা অন্য কোন সোস্যাল নেটওয়াকিং সাইট ব্যবহার করতে পারবেন না। খেণার সময় বলতে খেলা শুরু ৪৫ মিনিট আগে থেকে খেলা শেষে আনুষ্ঠানিক ইন্টারভিউ শেষ হওয়া পর্যন্ত সময় বুঝানো হয়েছে।

No comments:

Post a Comment