অত্যন্ত জনপ্রিয় ইমেজ ভিউয়ার এবং এডিটিং সফটওয়্যার এসিডিসি এর নতুন ভার্শন ৩.০ ছাড়া হয়েছে। এতে ইন্টারফেস আরো উন্নত করা হয়েছে, অনলাইন পাবলিশিং এর সুযোগ বাড়ানো হয়েছে, ইমেজ প্রসেসিং এর সময় অধিকাংশ ফরম্যাটের জন্য নন-ডেসট্রাকটিভ এবং পিক্সেল লেভেল এডিটিং এর সুযোগ রাখা হয়েছে। সরাসরি ‘র’-ফরম্যাট ব্যবহার করে বলে অনেক ফটোগ্রাফার এই সফটওয়্যার ব্যবহার করেন।
এতে খুব সহজেই ক্যামেরা, কার্ড রিডার, স্ক্যানার ইত্যাদি যে কোন মাধ্যম থেকে ছবি ইমপোর্ট করা যায়। সেখান থেকেই সরাসরি অনলাইনে পাঠানো যায়। এফটিপি কিংবা ই-মেইল সবকিছুই সরাসরি ব্যবহার করা যায়।
এর বেটা টেষ্টিং এর সময় ১০ হাজারের বেশি ব্যবহারকারী অংশ নেয়। সফটওয়্যারটির দাম ১৬৯.৯৯ ডলার। এছাড়া তাদের ওয়েবসাইট থেকে ৩০ ব্যবহার উপযোগি ভার্শন বিনামুল্যে ডাউনলোড করা যাবে।
No comments:
Post a Comment