বাংলাদেশের শেয়ার বাজারের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ নিয়ে আসছে গ্রামীন ফোন। আগামী রবিবার তাদের আইপিও (Initial Public Offering) ঘোষনা করার কথা। ধারনা করা হচ্ছে এর পরিমান ১৪ কোটি ডলারের বেশি হতে পারে এবং সাধারন ক্রেতার কাছে কয়েকশ গুন বৃদ্ধি পেতে পারে। অক্টেবরের ১৮ তারিখ পর্যন্ত এজন্য আবেদনপত্র গ্রহন করা হবে। জানা গেছে গত ৩ মাসে এতে অংশগ্রহনের জন্য দেড় লক্ষ শেয়ার একাউন্ট খোলা হয়েছে, যা দেশের মোট সংখ্যার ১০ শতাংশ।
গ্রামীন ফোনের ৬২ শতাংশের মালিক নরওয়ের টেলিনর কোম্পানী, ৩৮ শতাংশের মালিক গ্রামীন টেলিকম। বর্তমানে এর গ্রাহক সংখ্যা ২ কোটির ওপর।
অনেক অর্থনীতিবিদ মনে করেন বাংলাদেশে সত্যিকারের পুজিবাজার এখনো তৈরী হয়নি। অনেক কোম্পানীর অস্তিত্ব রয়েছে শুধুমাত্র নামে। তিন শতাধিক কোম্পানীর অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। ১৯৯৬ সালে এক শেয়ার ধ্বসে ডিএসই সুচক ৩৬০০ থেকে কমে ৫০০ এর নিচে নেমে আসে।
দেশের অনেক বড় বড় কোম্পানী যেমন এর বাইরে থেকে গেছে, তেমনি সত্যিকারের বিদেশী বিনিয়োগও হয়নি। সেখানে গ্রামীন ফোনের অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য ঘটনা। দেশের সবচেয়ে লাভজনক এই প্রতিষ্ঠান দেশের সবচেয়ে নামকরা ব্রান্ডও বটে।
No comments:
Post a Comment