ফটো মার্কেটিং এসোসিয়েশন এর বাৎসরিক মেলার আর ৫ মাস বাকী। এরই মধ্যে অন্যতম বৃহৎ ক্যামেরা নির্মাতা ক্যানন জানিয়েছে তারা আগামী মেলায় অংশ নেবে না। কারন হিসেবে তারা জানিয়েছে এটা অর্থনৈতিক বিষয় না। গত দশ বছরের মধ্যে ৬ বছর এটা অনুষ্ঠিত হয়েছে লাস ভেগাস, নেভাদা এবং অরল্যান্ডোতে। আগামী মেলা হবে দক্ষিন ক্যালিফোর্নিয়ায়। এটা তাদের সিদ্ধান্তের একটা কারন, আবার যে সময় মেলা হয় (ফেব্রুয়ারী) সেটা আরেকটা কারন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
পিএমএ-র দেড় মাস পর শুরু হবে কনজুমার ইলেকট্রনিক্স এসোসিয়েশনের মেলা। সেখানে যেমন বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন করা হয় তেমনি দর্শক সংখ্যাও থাকে অনেক বেশি। ক্যানন সেখানে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরেক বড় মেলা ফটোকিনা’২০১০ এ ক্যানন অংশ নেবে কিনা তা এখনো জানা যায়নি। বাৎসরিক পিএমএ-তে দর্শক হয় ১৫ থেকে ২০ হাজার। আর দ্বিবার্ষিক ফটোকিনায় ২০০৮ সালে দর্শক হয়েছিল ১ লক্ষ ৭৫ হাজারের মত।
ফুজি, কোডাক, নাইকন, অলিম্পাস, প্যানাসনিক এরা পিএমএ-তে অংশগ্রহন নিশ্চিত করেছে। সনি, পেনট্যাক্স, স্যামসাং এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।
No comments:
Post a Comment