মাইক্রোসফট হাস্যকর ভিডিওর জন্য কখনই পরিচিত ছিল না। উইন্ডোজ ৭ বাজারে আসার ঠিক আগ মুহুর্তে তাদের কয়েকটি ভিডিও সেই হাসির খোরাক জুগিয়েছে। তবে মানুষ হাসাহাসি করছে সেই ভিডিও নিয়ে না, বরং এর পেছনের মাইক্রোসফটকে নিয়েই।
সবারই জানা এমাসের ২২ তারিখে মাইক্রোসফট তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৭ বাজারে ছাড়বে। তবে এখন আর মানুষের মধ্যে উইন্ডোজ ভিসতা ছাড়ার সময়ের সেই উৎসাহ নেই। সেটা বুঝেই মানুষকে আগ্রহি করার দায়িত্ব মাইক্রোসফট ছেড়ে দিয়েছে হাইজ পার্টি নামে এক প্রতিষ্ঠানকে। আমেরিকা, ভারত, মেক্সিকো সহ ১২টি দেশের প্রতিনিধিদের নিয়ে তারা অনুষ্টরি করে যার ছবি তাদের ওয়েব সাইটে দেখানো হয়েছে। তাদেরই বেশকিছু ভিডিও পোষ্ট করা হয়েছে ইউটিউবে।
এক ভিডিওতে দেখা যায় বিভিন্ন বয়সের কিছু মহিলা রান্না করতে করতে উইন্ডোজ ৭ নিয়ে কথা বলছেন। হাউজ পার্টির বক্তব্য তারা বাড়ির পরিবেশে অপারেটিং সিষ্টেম দেখাতে চেষ্টা করেছেন। আরেক ভিডিওতে ৬ মিনিট অবিরাম কথা বলতে দেখা যায়, যদিও পেছনের ঘড়ির সময় দেখে বোঝা যায় ঘন্টা পার হয়ে গেছে।
একটা বিষয়ে সফলতা দাবী করাই যায়, বিষয়টি হাসাহাসির হলেও প্রচার পেয়েছে যথেষ্টই। মুল ভিডিও এরই মধ্যে ৮ লক্ষ বারের বেশি দেখেছে মানুষ। কেউ কেউ বলছেন, মাইক্রোসফটের শান্তনা তারা নিজেরা ওটা তৈরী করেনি।
হাউজ পার্টির কাজ সামাজির অনুষ্টানের ব্যবস্থাপনা এবং প্রচার করা।
No comments:
Post a Comment