সাইবারশট এইচএক্স-১ সনির সবচেয়ে বেশি জুমের ক্যামেরা। এর ২০-এক্স জুম ৩৫ মিমি লেন্সের তুলনা ২৮ মিমি ওয়াইড থেকে ৫৮০ মিমি টেলি ফোকাস করে। ম্যাক্রো মোডে একেবারে কাছে ১ সেমি পর্যন্ট ফোকাস করা যায়। সাথে অপটিক্যাল ইমেজষ্টেডি ষ্টাবিলাইজেশন। আইএসও সেনসিটিভিটি ১২৫ থেকে ৩২০০। সব মিলিয়ে সব ধরনের পরিস্থিতিতে ছবি উঠানোর উপযোগি।
এর সত্যিকারের শক্তি হচ্ছে দ্রুত ছবি উঠানোর ক্ষমতা। সেকেন্ডে ১০টি ছবি উঠাতে পারে যেখানে অধিকাংশ সুপারজুম ক্যামেরায় এটা ৩ এর নিচে এবং এন্ট্রি লেভেল এসএলআর-এ ৫ এর নিচে। এছাড়া হ্যান্ডহেল্ড টুইলাইট মোড বলে একটি অপশন রয়েছে যা অল্প আলোতেও স্পষ্ট ছবি উঠাতে সাহায্য করে। এই মোডে মুহুর্তে ৬টি ছবি ক্যাপচার করে তারপর সেগুলি একত্রিত করে একটি ছবি তৈরী করে। এছাড়া সুইপ প্যানোরমা মোড বলে আরেকটি অপশন রয়েছে যেখানে সাটার বাটন চেপে রেখে ২২৪ ডিগ্রী আনুভুমিক, ১৫৪ ডিগ্রী উল্লম্ব প্যানোরমিক ছবি উঠানো যায়। ক্যামেরা নিজেই ভিন্ন ভিন্ন কোনের ছবিতে একত্রিত করে একটি ছবি তৈরী করে।
৯.১ মেগাপিক্সেল সেন্সরের ক্যামেরাটি কন্ট্রাষ্ট ডিটেকশন পদ্ধতিতে ফোকাস করে। এছাড়া অটোফোকাস, ফেস ডিটেকসন, অটো এক্সপোজার, হোয়াইট ব্যালান্স ইত্যাদি রয়েছে।
যারা সহজে ছবি উঠাতে চান তাদের জন্য এতে ১২টি প্রিসেট সিন মোড রয়েছে। যারা নিজের পছন্দমত সেটিংএ ছবি উঠাতে চান তাদের জন্য রয়েছে এপারচার এবং সাটার প্রায়োরিটি মোড এবং ফুল ম্যানুয়েল মোড।
এতে ৩ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ইলেকট্রনিক ভিউফাইন্ডার রয়েছে। ১০৮০পি, ৩০ ফ্রেম/সে হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যায়। ছবি এবং ভিডিও রেকর্ড হয় সনির নিজস্ব মেমোরী ষ্টিক ডুয়ো অথবা প্রো ডুয়ো কার্ডে। এছাড়া নিজস্ব মেমোরী রয়েছে ১১ মেগাবাইট। এর ব্যাটারীতে এক চার্জে ৩৯০টি ছবি উঠানো যায়।
No comments:
Post a Comment