October 2, 2009

ফুজির থ্রিডি ক্যামেরা Fujifilm 3D Camera, FinePix REAL 3D W1

গতবছর ফটোকিনায় ফুজিফিল্ম তাদের থ্রিডি ক্যামেরার মডেল দেখিয়েছিল। এখন সেই ক্যামেরা বাজারে। আগের থেকে সত্যিকারের ক্যামেরা আরো পাতলা এবং ডিজাইন আকর্ষনীয়। Fujifilm FinePix REAL 3D W1 নামের এই ক্যামেরায় সবচেয়ে যা বড় বৈশিষ্ট তা হচ্ছে, ডিজিটাল ছবির ক্ষেত্রে এটা নতুন এক মাত্র। এর সামনের দিকে রয়েছে দুটি লেন্স, দুটি মাইক্রোফোন। এর ফলে সরাসরি থ্রিডি ইমেজ কিংবা থ্রিডি ভিডিও রেকর্ড করা যাবে।

এর ইমেজ সেন্সর ১০ মেগাপিক্সেল। থ্রিডির পেছনে কাজ করে রিয়েল ফটো থ্রিডি ইমেজ প্রসেসর। দুটি লেন্সের মধ্যে তারতম্য ০.০০১ সেকেন্ডের কম। এই সময়ে সাটার রিলিজ, জুম পজিশন ইত্যাদি এক করতে পারে। এর ২.৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লেতে লাইট ডিরেকশন কন্ট্রোল মডিউল রয়েছে। এরফলে ব্যবহারকারী ডান এবং বাম চোখের জন্য পৃথক আলো দেখতে পায়। সরাসরি এখানেই থ্রিডি ইমেজ দেখা যায়।

থিডি ছবি উঠানো ছাড়াও এখানে দুটি লেন্স ব্যবহার করে টুডি ইমেজের বিশেষ ব্যবহার এনেছে। একই সাথে ভিন্ন ভিন্ন জুম সেটিংএ দুই লেন্সের মাধ্যমে ছবি উঠানো যায়।

এই ক্যামেরায় ছবি এবং ভিডিওর জন্য এসডি/ এসডিএইচসি কার্ড ব্যবহার করতে হয়। এছাড়া ৪২ মেগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে। ইউএসবি ২.০, টিভি আউটপুট ইত্যাদির ব্যবস্থা রয়েছে।

এতে ৩-এক্স জুম সহ ফুজিনন লেন্স ব্যবহার করা হয়েছে। টুডি মোডে ৫.৭ এক্স ডিজিটাল জুম ব্যবহার করা যায়।

ক্যামেরাটির দাম ৬০০ ডলার।

No comments:

Post a Comment