October 2, 2009

নোকিয়া মোবাইল এন-৮৬ এ ফেস ডিটেকসন Nokia N86 8MP now has face detection

নোকিয়া তাদের উচু মানের ক্যামেরা ফোন এন-৮৬ এর আপডেট ঘোষনা করেছে। এরফলে এর ক্যামেরায় ফেস ডিটেকসন টেকনোলজি ব্যবহার করা যাবে। নতুন এই প্রযুক্তি ছাড়াও ষ্টিল এবং ভিডিও ক্যাপচারের ক্ষেত্রে কিছু উন্নতি করা হয়েছে এবং আগের কিছু ত্রুটি দুর করা হয়েছে।

এর আগের আপডেটে (১১.০৪৩) ভিডিওর মান এবং অল্প আলোতে ছবি উঠানোর সুযোগ বাড়ানো হয়েছিল। বর্তমান আপডেটের ফলে রেড-আই রিডাকসন যোগ করা হয়েছে, নতুন একটি ফোকাল পয়েন্ট ইন্ডিকেটর যোগ করা হয়েছে এবং ম্যাক্রো শট উন্নত করা হয়েছে।

নতুন আপডেটে অভি ষ্টোর ক্লায়েন্টে কিছু পরিবর্তন করা হয়েছে। এছাড়া এই আপডেটের ফলে ষ্টোরেজ এবং মেমোরীতে অতিরিক্ত কিছু ফাকা পাওয়া যাবে।

নতুন এই আপডেট (২০.১১৫) নোকিয়ার ওয়েব সাইট থেকে পাওয়া যাবে।

No comments:

Post a Comment