সারা বিশ্বে যখন কোটি কোটি ক্যামেরা বিক্রি হচ্ছে, সবার হাতে হাতে ক্যামেরা ঘুরছে তখন ছোটরাই বা বাদ থাকবে কেন। বিশেষভাবে ছোটদের জন্য ক্যামেরা বিক্রি করছে অলিম্পাস। আসলে ক্যামেরা ছোটদের জন্য বলা হয়ত ঠিক হবে না কারন অনেক ক্যামেরাই যে কেউ ব্যবহার করে ভাল ছবি উঠাতে পারে। এই ক্যামেরার সাথে সফটওয়্যার দেয়া হচ্ছে যা ছোটদের। ক্রায়োলা’ তৈরী লাইট, ক্যামেরা, কালার নামের এই সফটওয়্যার দিয়ে ফটোগ্রাফকে রং করার ছবিতে পরিনত করা যাবে।
ছবি উঠানোর পর তাকে ক্রায়োলার ওয়েব সাইটে (http://www.crayola.com/colorme) পাঠাতে হবে। সেই ছবির প্রিভিউ দেখা যাবে বিনা টাকায়। তবে প্রিন্ট করার আগে কিছু লাইসেন্স ফি দিতে হবে। প্রিন্ট করা ছবিতে ফ্রেম, লাইন ইত্যাদি থাকবে।
Olympus FE-46 নামের এই ক্যামেরা কিনলে কি পাওয়া যাবে জানা যাক। ক্যামেরার সেন্সর ১২ মেগাপিক্সেল। পুরুত্ব ১ ইঞ্চির সামান্য বেশি। ৫ এক্স অপটিক্যাল জুম, ৪ এক্স ডিজিটাল জুম, মুভি রেকর্ডিং, ২.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। দুটি এএ ব্যাটারী দিয়ে পাওয়ার দিতে হয়। ১৯ মেগাবাইট ইন্টারনাল মেমোরীর সাথে এক্স-ডি কার্ড ব্যবহার করা যায়।
ক্রায়োলার পক্ষ থেকে দেয়া হবে ৬৪ রংয়ের ক্রায়োলা ক্রায়োন, ৬ মাস লাইট, ক্যামেরা, কালার ব্যবহারের লাইসেন্স এবং সবকিছু রাখার জন্য একটি রঙিন প্যাকেট।
এই প্যাকেজের দাম ৯৯.৯৯ ডলার।
No comments:
Post a Comment