October 3, 2009

অনলাইনে ব্যক্তিগত ফাইল ব্যবহার Real-Time Personal Video Sharing with Gleedo 1.0

পরিচিত কারো কাছে একটা ভিডিও ক্লিপ পাঠাতে চান, কিংবা অন্য কোন ফাইল। একমাত্র পথ থাকে ই-মেইলের সাথে পাঠানো। ততটুকুই যতটুকু ই-মেইল সার্ভিস সাপোর্ট করে। ইচ্ছে করলেও বড় ফঅইল পাঠাতে পারবেন না। এই সমস্যার সমাধান দিচ্ছে গ্লিডো। এটা বিশ্বে একমাত্র সফটওয়্যার যা ব্যবহার করে খুব সহজে ভিডিও, মিউজিক বা অন্যান্য ডকুমেন্ট অন্যদের সাথে ব্যবহার করা যাবে। তারপরও এটা সীমাবদ্ধ থাকবে যারা ব্যবহার করবেন শুধুমাত্র তাদের মধ্যেই। ইউটিউবের মত যেকেউ ইচ্ছে করলেই সেটা ব্যবহারের সুযোগ পাবে না।

এই সফটওয়্যারে একটি প্রাইভেট অনলাইন মিডিয়া রুম তৈরী করা যায়। যারা সেখানে অংশ নেবেন তারা তাদের ভিডিও ব্যবহার কিংবা নিজেদের মধ্যে কথা বলার এমন পরিবেশ তৈরী করার সুযোগ পাবেন যেন একই ঘরে রয়েছেন। একাজে ভিডিওর ব্যবহার এতটাই বেড়েছে যা চমকে দেয়ার মত। সাম্প্রতিক এক জড়িতে দেখা গেছে অংশগ্রহনকারীদের ৪০ ভাগেরই নিজের ভিডিও তৈরী করার অভিজ্ঞতা রয়েছে। কাজেই এই সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে শেয়ারিংকে আরেকধাপ এগিয়ে নেবে সন্দেহ নেই।

তাদের ওয়েবসাইট থেকে বেটা ভার্শন ডাউনলোড করে ব্যবহার করা যায়। ডাউনলোডের ঠিকানা : http://gleedo.com/download

No comments:

Post a Comment