October 3, 2009

হাইড্রোজেন চালিত মোবাইল চার্জার Taiwan unveils hydrogen-powered mobile phone chargers

তাইওয়ান হাইড্রোজেন চালিত মোবাইল চার্জার তৈরী করেছে। এতে মোবাইল ফোনকে ইলেকট্রিক লাইনে সংযোগ না দিয়ে দু ঘন্টায় ব্যাটারী চার্জ করা যায়। হাইড্রোজেন রিসাইকেল করা যায়। এই যন্ত্র অল্প শক্তি ব্যবহার করে। ফলে পরিবেশের জন্য সহায়ক হবে বলে দাবী নির্মাতাদের।

উত্তর তাইওয়ানের সিনচু সিটিতে অবস্থিত ইন্ডাষ্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনষ্টিটিউট এর নির্মাতা। তাদের বক্তব্য, আগামী দুবছরের মধ্যে এই চার্জার বর্তমানের চার্জারের যায়গা দখল করবে।

এই চার্জার তৈরী তাইওয়ান সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ, বলছেন তাদের বিদ্যুত মন্ত্রী। তার বক্তব্য, এর মাধ্যমে তাইওয়ার হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে বিশ্বের উল্লেখযোগ্য যায়গা দখল করতে পারে। তাদের নিজেদের জন্যও এই প্রযুক্তি খুবই জরুরী কারন তাদের প্রয়োজনের ৯৮ ভাগ বিদ্যুত আমদানী করতে হয়।

No comments:

Post a Comment