অল্পদিনের মধ্যেই টুইটারে ফোন করার ব্যবস্থার বেটা ভার্শন চালু হচ্ছে। এর মাধ্যমে একজন আরেকজনের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এজন্য ফোন নাম্বারও প্রয়োজন হবে না। যে সফটওয়্যারের মাধ্যমে কাজটি করা হবে তার নাম jajah@call. জাজাহ এর সাথে ব্যবহারকারীর নাম (টুইটার আইডি) ব্যবহার করেই কল করা যাবে। বেটা পর্যায়ে ২ মিনিট পর্যন্ত কথা বলা যাবে।
জাজাহ এর বক্তব্য অনুযায়ী কোটি কোটি মানুষ টুইটার ব্যবহার করছে। তারা এর মাধ্যমে উপকৃত হবে। এই সেবা বিনামুল্যের এবং কম্পিউটার, মোবাইল ফোন অথবা অন্য কোন ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। দুজনেরই জাজাহ একাউন্ট থাকতে হবে।
এই সেবার বৈশিষ্ট হচ্ছে ফোন নাম্বার প্রকাশ না করেই কথা বলার সুযোগ। তবে সমস্যা হচ্ছে যাকে কল করা হবে সে সেই সময়ে অনলাইনে নাও থাকতে পারে।
এই মুহুর্তে টুইটারের সাথে ব্যবহারের জন্য বেশকিছু সফটওয়্যার প্রচলিত যা ভয়েসকে টেক্সটে রুপান্তর করতে পারে। তবে সরাসরি কথা বলার সুযোগ এটাই প্রথম।
একবার এই সেবা ব্যবহারকারী গ্রহন করলে টুইটার কিংবা ফেসবুক এর আরো উন্নতির চেষ্টা করবে সেটাই স্বাভাবিক। বরং বলা যায় এই সেবা মানুষের ব্যবহারযোগ্য হওয়া সময়ের ব্যাপার মাত্র।
No comments:
Post a Comment