September 17, 2009

গুগল ২ লক্ষ বই ছাপার জন্য দিচ্ছে Google to reincarnate digital books as paperbacks

আপনার পছন্দের এমন কোন বই খুজছেন যা বাজারে নেই এমন অভিজ্ঞতা কমবেশি সব পাঠকেরই হয়। অনেক খুজে হয়ত ই-বুক পেতে পারেন যা পড়তে হবে কম্পিউটারে অথবা অন্য কোন ইলেকট্রনিক রিডারে। অথচ আপনি কাগজে ছাপা বই পড়তেই আগ্রহি।

চিন্তার কারন নেই। গুগল এব্যবস্থা করে দিচ্ছে। তারা তাদের ই-বুকের সংগ্রহ থেকে ২০ লক্ষ বই ছেপে বিক্রির জন্য দিচ্ছে। এগুলি ছাপা হবে দ্রুতগতির বিশেষ ছাপাখানায়। আপনি হয়ত এরই মধ্যে এই ছাপাখানার খবর শুনেছেন। আপনি নির্দিষ্ট বইয়ের কথা বলে এক কাপ চা খেতে খেতে আপনার বই ছাপা হয়ে তৈরী হবে। এই ছাপাখানায় ৫ মিনিটে ৩০০ পৃষ্ঠার বই ছাপা যায়। এসপ্রেসো বুক মেসিন নামের এই ছাপাখানা অনেক যায়গায় চালু হয়েছে বেশ কয়েক বছর ধরেই।

গত ৫ বছর ধরে গুগল বই স্ক্যান করে সংগ্রহ করছে। এখন সেগুলি আবারও বই হিসেবে আনার পালা। কারন হিসেবে গুগল জানাচ্ছে, এতে সবদিকের চাহিদা পুরন হয়। তাদের সংগ্রহের কোন কোন বই সারাদেশে একটি বা দুটি কপি পাওয়া যেতে পারে। এমনকি কোন কোন বই সারাদেশে এক কপিও নেই।

এসপ্রেসো মেসিনে ছাপা বইয়ের দাম হবে ৮ ডলার। এর ১ ডলার যাবে গুগলের কাছে। মেসিনটির দাম ১ লক্ষ ডলার। আমেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, ইংল্যান্ড, মিশর ইত্যাদি দেশে এই ব্যবস্থা চালু রয়েছে।

গুগলের ২ লক্ষ বইয়ের সবগুলিই কপিরাইট আওতার বাইরে। এগুলি ছাপা হয়েছিল ১৯২৩ এর আগে। এরমধ্যে রয়েছে মবিডিক, হাকলবেরি ফিন, রবিনসন ক্রুশোর মত বিখ্যাত বই।

No comments:

Post a Comment