September 17, 2009

পেনট্যাক্সের নতুন এসএলআর ক্যামেরা Pentax K-x digital SLR announced

পেনট্যাক্স কে-এক্স নামে নতুন এসএলআর ক্যামেরার মডেলের ঘোষনা দিয়েছে। এটা তাদের কে-২০০০ মডেলের বদলে আনা হচ্ছে। এতে বর্তমানের অত্যন্ত জনপ্রিয় ক্যামেরা কে-৭ এর অনেক ফিচার যোগ করা হবে। ক্যামেরাটিতে ১২.৪ মেগাপিক্সেল সেন্সর, ১৮-৫৫ মিমি কিট লেন্স, সেন্সর সিফট ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ২.৭ ইঞ্চি ডিসপ্লে, লাইভ ভিউ মোড এবং হাই ডেফিনিশন ভিডিও রেকর্ডিং সুবিধে থাকবে। এছাড়া সাটার স্পিড ১/৬০০০ এবং বার্ষ্ট মোডে ৪.৭ ফ্রেম/সে উঠানোর সুযোগ থাকবে।

ক্যামেরাটির ওজন ৫৬১ গ্রাম, কে-৭ থেকে ১৭০ গ্রাম কম। ষ্টেনলেস ষ্টিল বডির ওপর প্লাষ্টিক পলিমার দিয়ে তৈরী। সত্যিকারের এসএলআর ক্যামেরা মধ্যে আকারে সবচেয়ে ছোটর তালিকায় এর স্থান। তারপরও হাতে ধরার জন্য সুবিধেজনকভাবে তৈরী।

এর ২৩.৬ ১৫.৮ মিমি সেন্সর কে-৭ এবং কে-২০০০ মডেল থেকে সামান্য বড়। যদিও রেজুল্যুশনের বিচারের কে-২০০০ থেকে বেশি এবং কে-৭ থেকে কম। সেন্সর নিজেই ইমেজ ষ্ট্যাবিলাইজেশনের কাজ করে।

এতে কে-৭ এর মত ১১ পয়েন্ট ফেজ ডিটেকশন অটোফোকাস ব্যবহার করা হয়েছে। ৯টি ক্রশটাইপ পয়েন্ট থেকে ফোকাসিং পয়েন্ট সিলেক্ট করা যাবে। সেন্সর ব্যবহার করে হোয়াইট ব্যালান্স ডিটেক্ট করা হয়। অটো এবং ম্যানুয়েল দুভাবে হোয়াইট ব্যালান্স ঠিক করা যায়।

ক্যামেরাটি অক্টোবর থেকেই বাজারে পাওয়া যাবে। কিট লেন্স সহ দাম ৬৫০ ডলার। সাথে আরেকটি ৫০-২০০ মিমি লেন্স সহ দাম ৭৫০ ডলার। সাদা এবং কালো দুটি স্বাভাবিক রঙ ছাড়াও সীমিত সংখ্যায় লাল এবং নীল রঙের বিক্রি করা হবে।

No comments:

Post a Comment