September 16, 2009

সবচেয়ে ক্ষতিকর ১০ মোবাইল ফোন The 10 smartphones that emit the most radiation

মোবাইল ফোনের প্রসার লাভ করার সময় থেকেই কথা উঠেছে এটা স্বাস্থের জন্য কতটা ক্ষতিকর তা নিয়ে। এর ফলে স্বাস্থের ক্ষতি হয় কি-না, হলে কতটুকু তা নিয়ে এখনও একমত হতে পারেননি বিশেষজ্ঞরা। তবে বর্তমান এক গবেষনায় রেডিয়েশনের পরিমান উল্লেখ করে এক তালিকা প্রকাশ করা হয়েছে। এনার্জির ডেনসিটি পরিমাপের একক হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াট/কিলোগ্রাম। সবচেয়ে বেশি রেডিয়েশনের তালিকা যেমন প্রকাশ করা হয়েছে তেমনি সবচেয়ে কম রেডিয়েশনের তালিকাও দেয়া হয়েছে। সেইসাথে কিভাবে সাবধান থাকা যায় সেকথাও জানানো হয়েছে।

উল্লেখ করা যেতে পারে এই তালিকার কোন কোন মডেল কয়েক বছরের পুরনো, ইতিমধ্যে বাজারে নেই। তবে কোনকোনটি মানুষ ব্যবহার করছে।

সবচেয়ে বেশি রেডিয়েশন যুক্ত ১০ ফোন

  1. T-Mobile MyTouch 3G (1.55 W/kg)
  2. Blackberry Curve 8330 (1.54 W/kg)
  3. Palm Treo 600 (1.53 W/kg)
  4. T-Mobile Shadow (1.53 W/kg)
  5. Palm Treo 650 (1.51 W/kg)
  6. Blackberry Curve 8300 (1.51 W/kg)
  7. Blackberry Bold 9000 (1.51 W/kg)
  8. Sony Ericsson P910a (1.50 W/kg)
  9. HTC SMT 5800 (1.49 W/kg)
  10. BlackBerry Pearl 8120/8130 (1.48 W/kg)

সবচেয়ে কম রেডিয়েশন যুক্ত ১০ ফোন

  1. Nokia 9300i (0.21 W/kg)
  2. Nokia 7710 (0.22 W/kg)
  3. T-Mobile MDA Wiza200 (0.28 W/kg)
  4. Samsung Impression SGH-a877 (0.35 W/kg)
  5. Nokia 9300 (0.44 W/kg)
  6. Samsung Propel Pro SGH-i627 (0.47 W/kg)
  7. Samsung Gravity SGH-t459 (0.49 W/kg)
  8. BlackBerry Storm 9530 (0.57 W/kg)
  9. Nokia E90 (0.59 W/kg)
  10. Nokia N96 (0.68 W/kg)

কিভাবে সাবধান থাকতে পারেন।

. কম রেডিশেনযুক্ত ফোন ব্যবহার করুন।

. হেডফোন অথবা স্পিকার ব্যবহার করুন।

. অল্প কথা বলুন, বেশি শুনুন

. শরীর থেকে দুরে ফোন ধরুন

. কথা বলার চেয়ে টেক্সট মেসেজ বেশি ব্যবহার করুন।

. সিগন্যাল খারাপ থাকলে ফোন বন্ধ রাখুন

. ছোটদের ফোন কম ব্যবহার করতে দিন।

No comments:

Post a Comment