স্যামসাং হাই-ডেফিনিশস ১০৮০পি ভিডিও দেখাতে সক্ষম নতুন প্রজেক্টরের ঘোষনা দিয়েছে। এর নাম হোম থিয়েটার প্রজেক্টর। অর্থাৎ বাড়িতেই পুরোপুরি সিনেমা হলের সুবিধে এনে দেবে এই যন্ত্র। আকর্ষনীয় ডিজাইনের এই প্রজেক্টরের ওজন ৬ কেজি, ২২০ ওয়াটের উজ্জল ১০০০ লুমেন ল্যাম্প ব্যবহার করে। ইকো মোডে এই ল্যাম্প ৪০০০ ঘন্টা কাজ করবে, অতি উজ্জ্বল মোডে কাজ করবে ৩০০০ ঘন্টা। এতে দুটি এইচডিএমআই ইনপুট ছাড়াও ভিজিএ, কম্পোনেন্ট, এস-ভিডিও, কম্পোজিট কানেকটিভিটি রয়েছে।
এর কন্ট্রাষ্ট রেশিও ৩০০০:১। কাজ করার সময় কোন শব্দ হয় না। এই প্রজেক্টরে বর্তমানে জনপ্রিয় ব্লু-রে প্লেয়ারে যেমন ব্যবহার করা যাবে তেমনি কম্পিউটারের সাথে লাগানো যাবে। ফলে উচু মানের প্রেজেন্টেশনের কাজে ব্যবহার করা যাবে।
এর দাম ১৭৯৫ ডলার।
No comments:
Post a Comment