September 16, 2009

ডেলের ৪০ লক্ষ ডলার জরিমানা Dell to pay $4 million in fraud case

২০০৭ সালের এক মামলার রায়ে ডেলকে ৪০ লক্ষ ডলার জরিমানা দিতে হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল মিথ্যে তথ্য দিয়ে ব্যবসা করার। যার মধ্যে রয়েছে রিবেট দেয়ার ঘোষনা দিয়ে না দেয়া, মিথ্যে বিজ্ঞাপন দেয়া এবং ব্যবসায় অন্যান্য অস পন্থা অবলম্বন করা। রায়ে বলা হয়েছে তারা (ডেল) বিভিন্ন অসদোপায়ে ব্যবসা করছে এটা প্রমানিত হয়েছে।

বলঅ হয়েছে ডেল যে ৪০ লক্ষ ডলার দেবে তা দেয়া হবে যেসব ক্রেতা তাদের এই মিথ্যে আশ্বাসের শিকার হয়েছে তাদেরকে। এছাড়াও ডেলকে তাদের বিজ্ঞাপন এবং ব্যবসার অন্যান্য পদ্ধতি পাল্টাতে হবে। যার মধ্যে রয়েছে কেনার পর ব্যবহারকারী কি কি সেবা পাবেন তা স্পষ্ট করে জানানো। বিজ্ঞাপনে বিভিন্ন সুবিধা দেয়ার কথা উল্লেখ করলে তা শতকরা কতভাগ এবং ঠিক কতজনকে দেয়া হবে সেটাও স্পষ্ট করতে হবে।

No comments:

Post a Comment