এডবি তাদের লাইটরুম ২.৫ ফটোশপ ৫.৫ ক্যামেরা র প্লাগ-ইন আপডেট করার ঘোষনা দিয়েছে। এর ফলে অলিম্পাস, প্যানাসনিক, নাইকন এদের এসএলআর এবং ইন্টারচেঞ্জেবল লেন্সের ক্যামেরার পাশাপাশি প্যানাসনিকের নতুন সুপারজুম ক্যামেরা এফজেড-৩৫ ক্যামেরার র ইমেজ ব্যবহার করা যাবে। ক্যামেরায় কমপ্রেসড জেপেগ মোডের বদলে আনকম্প্রেসড ‘র’ মোডে ছবি উঠালে তা থেকে বেশি স্পষ্টতা পাওয়া যায় এবং এডিট করার সময় মানের ক্ষতি হয় না।।
সফটওয়্যার আপডেট করার পাশাপাশি আগের কিছু সমস্যাও দুর করা হয়েছে। লাইটরুমের প্রডাক্ট ম্যানেজার জানাচ্ছে উইন্ডোজের জন্য লাইটরুমে ইমপোর্ট ডায়ালগের সমস্যা দুর করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন একই ক্যামেরার ভিন্ন ভিন্ন মডেলের কারনে সমস্যার কথাও। প্যানাসনিকের এফজেড-৩৫ ক্যামেরা ইউরোপে এবং জাপানে এফজেড-৩৮ নামে বিক্রি হয়। পৃথক মেটাডাটার কারনে এই মডেল এখনও ব্যবহার করা যাবে না। তবে আগামী আপডেটে করা যাবে বলে জানানো হয়েছে।
নিচের সাইট থেকে প্লাগ-ইন ডাউনলোড করা যাবে
No comments:
Post a Comment