September 14, 2009

আসুসের ই-বুক রিডার ASUS low-cost touchscreen ebook

নেটবুক জনপ্রিয় করার পেছনে আসুসের ই-পিসির ভুমিকা অনেকখানি। এখন তারা হাত বাড়াচ্ছে ই-বুক রিডারের বাজারের দিকে। এবছরই তাদের আসুস ই-বুক নামের রঙিন, টাচস্ক্রিন ই-বুক রিডার বাজারে আসবে বলে জানা গেছে। সাধারন বইতে যেভাবে পাতা উল্টানো হয় সেভাবে স্পর্শ করে পাতা উল্টানো যাবে এতে। ভার্চুয়াল কিপ্যাড ব্যবহার করে ল্যাপটপের মত কাজ করা যাবে। এছাড়া ইন্টারনেট ব্যবহার করা যাবে এখান থেকেই। থাকবে স্পিকার, ওয়েব ক্যামেরা এবং স্কাইপি ব্যবহারের জন্য মাইক্রোফোন। সবকিছুর পরও এর দাম হবে আমাজনের কিন্ডলে কিংবা সনির রিডারের চেয়ে কম। ১৫০ ডলার।

আসুস জানিয়েছে এক্ষেত্রে তাদের পরিচিতি কম। অধিক সুবিধে দিয়ে বাজারে প্রবেশ করা প্রয়োজন। সেকারনেই ফিচার এবং দামের এমন সমম্বয় করা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে এপলও ই-বুক রিডারের বাজারে প্রবেশ করার কথা জানিয়েছে। আগামী বছরের শুরুতেই তাদের ঘোষনা দেয়ার কথা। ধারনা করা যায় এতে থ্রিজি কানেকটিভিটি থাকবে। অন্যদিকে সনি অল্পদিনের মধ্যেই থ্রিজি সহ উন্নতমানের রিডার আনতে যাচ্ছে। আমাজনের কিন্ডলেতে থ্রিজি আগে থেকেই ব্যবহার করা হচ্ছে। ১৫০ ডলার দামের আসুস ই-বুকে থ্রিজি থাকার সম্ভাবনা কম।

No comments:

Post a Comment