September 14, 2009

জেভিসির পকেট ক্যামকোর্ডার Pocket HD camcorder from JVC

জেভিসি পকেটে রাখার উপযোগি একটি হাই-ডেফিনিশন ভিডিও ক্যামেরা বাজারে এনেছে। পিকসিও জিসি-এফএম১ (Picsio GC-FM1) নামের এই ক্যামেরায় ১৪৪০ ১২৮০ রেজ্যুলুশনের ভিডিও ছাড়াও ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে। বর্তমানে অত্যন্ত প্রচলিত পিওর ডিজিটালের ফ্লিপ সিরিজ, সনির ওয়েবি, কোডাকের পকেট ক্যাম ছাড়াও ক্রিয়েটিভ, আরসিএ এদের সাথে প্রতিদ্বন্দিতা করার জন্য বেশকিছু অতিরিক্ত সুবিধা যোগ করা হয়েছে এতে। এর রয়েছে ডিজিটাল ইমেজ ষ্ট্যাবিলাইজেশন, ২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৪এক্স জুম। তবে সবচেয়ে যা উল্লেখ করার মত তা হচ্ছে ৮ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানোর সুবিধা।

অন্যান্য আলট্রা কমপ্যাক্ট ক্যামেরার মত এতেই সফটওয়্যার ইনষ্টল করা থাকবে। জেভিসির দেয়া তথ্য অনুযায়ী এখান থেকেই ইউটিউব আ আইটিউন ব্যবহার করা যাবে।

ক্যামেরাটি ৩টি ভিন্ন ভিন্ন রঙে পাওয়া যাবে। ইউরোপে এর দাম ১৯৯.৯৯ ইউরো।

No comments:

Post a Comment