September 14, 2009

আফটার ইফেক্টস এর নতুন প্লাগ-ইন New plug-in for After Effects

এডবি আফটার ইফেক্টস এর সাথে ব্যবহারের জন্য নতুন একটি প্লাগ-ইন ছেড়েছে ডিজি-ইফেক্টস। ক্যামেরা ম্যাপার নামের এই প্লাগ-ইন ব্যবহার করে টুডি ইমেজ (ফটোগ্রাফ) কিংবা ফুটেজ থেকে থ্রিডি সিন তৈরী করা যাবে। এতে ইমেজ বা ভিডিও ফুটেজ থেকে এক বা একাধিক বস্তু পৃথক করার ব্যবস্থাও রয়েছে। তারপর সেই বস্তুগুলিকে আগের ব্যাকগ্রাউন্ডের ফুটেজের ওপর ভাসমান অবস্থায় দেখানো যাবে। পুরো কাজটিই করা যাবে আফটার ইফেক্টস এর মধ্যে থেকেই, কোন থ্রিডি সফটওয়্যার প্রয়োজন হবে না।

ক্যামেরা ম্যাপার তৈরীতে কাজ করেছেন মার্ক ক্রিষ্টিয়ানসেন, যিনি আফটার ইফেক্টস ষ্টুডিও টেকনিক এর লেখক এবং অবতার, পাইরেটস ৩, অল এবাউট এভিল, ডে আফটার টুমরো ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

ক্যামেরা ম্যাপার কাজ করবে আফটার ইফেক্টস ৭, সিএস৩ এবং সিএস৪ এর সাথে। এর দাম ৭৯ ডলার। এছাড়া প্লেনস্পেস এর সাথে একত্রে কিনলে দাম ২২৯ ডলার (পৃথকভাবে দুটি কেনার চেয়ে ৪৯ ডলার কম)। উইন্ডোজ এক্সপি, ভিসতা এবং ম্যাক অপারেটিং সিষ্টেমে ব্যবহার করা যাবে।

১৯৯৬ সাল থেকে ডিজিইফেক্টস বিভিন্ন এনিমেশন এবং ভিডিও এডিটিং সফটওয়্যারের প্লাগ-ইন তৈরী করছে ।

No comments:

Post a Comment