September 13, 2009

মোবাইলে হাইডেফিনিশন অডিও world's first HD voice over 3G

মোবাইল ফোনে ভিডিওর উন্নতি করে হাই ডেফিনিসনে গেলেও প্রায় দুই দশকে শব্দের মানের উল্লেখযোগ্য কোন পরিবর্তন আনা হয়নি। একাজটিই করতে যাচ্ছে মোবাইল সেবা প্রতিষ্ঠান অরেঞ্জ। তারা ঘোষনা করেছে মলদোভায় তারা প্রথম হাই ডেফিনিসন অডিও সেবা চালু করতে যাচ্ছে।

নতুন এইচডি ভয়েসকে বলা হচ্ছে ভয়েসের ট্রান্সমিশনে উন্নতমানের কোডেক ব্যবহার। এই মান পেতে থ্রিজি নেটওয়ার্ক প্রয়োজন হবে। মলদোভায় ইতিমধ্যেই অরেঞ্জ তাদের নেটওয়ার্কের মান বাড়িয়ে ১৪.৪ মেগাবিপিএস করেছে।

এই সেবার সাথে সাথে অরেঞ্জ বিশ্বের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র এইচডি অডিও ব্যবহার যোগ্য ফোন বাজারে ছাড়ছে। সেটটি নোকিয়ার, মডেল ৬৭২০ ক্লাসিক। তাদের জন্য বিশেষভাবে তৈরী এই সেটে ARM-WB কোডেক ব্যবহার করা হয়েছে। বর্তমানে একমাত্র মলদোভায় সেটটি বিক্রি হবে।

আগামীতে বৃটেন এবং বেলজিয়াম সহ ইউরোপের সমস্ত দেশে এই সেবা চালু করা হবে বলে অরেঞ্জ জানিয়েছে।

No comments:

Post a Comment