পরীক্ষামুলক ভার্শন তৈরী ৬ বছর পর অনুমোদন পাচ্ছে নতুন ধরনের ওয়াই-ফাই। এর নাম ৮০২.১১ এন, কিংবা অয়্যারলেস-এন নামেও ডাকা হতে পারে। এর ডাটা ট্রান্সফার রেট বর্তমানের জি ষ্টান্ডার্ডের তুলনায় অনেক বেশি। বর্তমান ৮০২.১১জি এর সর্বোচ্চ ট্রান্সফার রেট ৫৪ মেগাবিটস/সে, সেখানে অয়্যারলেস-এন এর রেট ৩০০ মেবি/সে কিংবা আরো বেশি। বলা হচ্ছে আগের ডিভাইসগুলিতে শুধুমাত্র ফার্মঅয়্যার আপডেট করেই এই ষ্ট্যান্ডার্ড ব্যবহার করা যাবে। আগের সমস্ত ওয়াই-ফাই ডিভাইস ব্যবহার করা যাবে এতে।
বর্তমানে প্রচলিত ওয়াই-ফাই এর ষ্টান্ডার্ডগুলি এ, বি এবং জি। এতদিন এন ষ্টান্ডার্ডের জন্য ড্রাফট লেখা লোগো বরাদ্দ ছিল। এখন ড্রাফট বিষয়টি বাদ পরতে যাচ্ছে। এখনও সাধারন ঘোষনা দেয়া হয়নি, তবে ৮০২.১১এন টাস্ক গ্রুপের চেয়ারম্যান ব্রুস ক্রিমার এক ই-মেইলের মাধ্যমে একথা আগাম জানিয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর তারিখে আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হতে পারে।
এই গ্রুপের সাথে জড়িত রয়েছেন ওয়াই-ফাই চিপ নির্মাতা, সফটঅয়্যার নির্মাতা, যন্ত্রপাতি নির্মাতা, নেটওয়ার্ক সার্ভিস দেয়ার প্রতিষ্ঠান সহ অনেকে। তাদের পক্ষ থেকে এই সংবাদ প্রকাশ করা হয়েছে।
No comments:
Post a Comment