নিকন ফুলফ্রেম ক্যামেরার জন্য অন্ধকারে ছবি উঠানোর লেন্স তৈরী করেছে ইলেকট্রোফিজিক্স নামে একটি কোম্পানী। একেবারে অন্ধকারেও ছবি উঠানো যাবে এটা ব্যবহার করে। ছবিতে সাধারন রঙ দেখা যাবে না, সবুজ দেখাবে, তবে ছবি হবে ঝকঝকে। AstroScope 9350NIK আসলে নিজে লেন্স না, নাইট ভিশন মডিউল। একে লাগাতে হয় ক্যামেরা এবং লেন্সের মাঝখানে। এরপরও মুল লেন্সের অটোফোকাস, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন ইত্যাদি বৈশিষ্ট অক্ষুন্ন থাকবে। নিকনের ফুল ফ্রেম ক্যামেরা (ডি-৭০০, ডি-৩) ছাড়াও ক্যাননের জন্যএ এই মডিউল পাওয়া যাবে।
অন্ধকারের ছবি উঠানোর সাথে গেইন কন্ট্রোলের ব্যবস্থাও রয়েছে এতে। ইচ্ছে করলে ব্রাইটনেস বাড়িয়ে নেয়া যাবে। অল্প আলোর নয়েজ দুর করবে এই ব্যবস্থা।
অন্ধকারে উঠানো ছবির স্পষ্টতা জরুরী (বিশেষ করে নিরাপত্তার কাজে), সেকারনে এর ব্যবহারে একেবারে সামান্য আলোর ছবিকেও স্পষ্ট করে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর central intensification unit (CIU) এই কাজ করে। পেশাদাররা একে স্বাগত জানিয়েছেন।
No comments:
Post a Comment