নিকন (নাইকন) কোম্পানীর তৈরী এসএলআর ক্যামেরার লেন্স নিকর ৫ কোটি পেরিয়েছে। কোম্পানীর প্রধান মিচিও কারিয়া জানিয়েছেন ২০০৯ এর আগষ্টে তার কোম্পানী এই রেকর্ড অর্জন করে। আগের বছর আগষ্টে এই সংখ্যা ছিল সারে চার কোটি। গত এক বছরে তারা ৫০ লক্ষ লেন্স তৈরী করেছে।
নিকন (নিপ্পন কোগাকু) তাদের প্রথম নিকর লেন্স তৈরী করে ১৯৫৯ সালে তাদের প্রথম এসএলআর ক্যামেরার সাথে। এরপর গত ৫০ বছরের সারা বিশ্বের জনপ্রিয়তা লাভ করেছে এই ক্যামেরা এবং লেন্স। বর্তমানে তারা বিশ্বের প্রধান দুটি কোম্পানীর একটি।
সাধারন লেন্স ফিস আই লেন্স, সুপার ওয়াইড এঙ্গেল, সুপার টেলিফটো, ম্যাক্রো সহ সব মিলিয়ে ৬০টির বেশি মডেলের লেন্স তৈরী করে তারা।
No comments:
Post a Comment