September 11, 2009

মটোরোলার এন্ড্রয়েড ফোন Motorola DEXT (CLIQ)

অনেক দেরিতে হলেও মটোরোলা এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেম ভিত্তিক মোবাইল ফোনের ঘোষনা দিল। আমেরিকায় এর নাম CLIQ , বাকি বিশ্বে DEXT. মটোরোলা অনেকদিন পর এর মাধ্যমে উচু মানের স্মার্টফোনের ঘোষনা দিল।

এতে স্লাইডিং ফুল কিবোর্ড থাকবে, সাথে সর্বাধুনিক প্রযুক্তির জিপিএস, ডিজিটাল কম্পাস, ওয়াই-ফাই, ব্লু-টুথ, ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা, ৩.৫ মিমি অডিও জ্যাক সবকিছুই। এছাড়াও জিপিআরএস/এজ/থ্রিজি এসবও থাকবে।

সেটটি এন্ড্রয়েড ১.৫ ভার্শনে চলবে। এতে ক্যালকম ৫২৮ মেগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ২৫৬ মেগাবাইট র‌্যাম, ৫১২ মেগাবাইট রম, ১ মেগাবাইট ষ্টোরেজ এবং ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড সাপোর্ট থাকবে।

সেটটি অক্টোবরে ইউরোপে এবং ডিসেম্বর থেকে আমেরিকায় বিক্রি হওয়ার কথা। আমেরিকায় এর দাম হবে ৪০০ ডলার। ইউরোপে ২০০ ইউরো।

No comments:

Post a Comment