বৃটেন ভিত্তিক প্রসেসর নির্মাতা আরম জানিয়েছে তারা ডুয়াল কোর, কোয়াড কোর এবং এইট কোর প্রসেসর তৈরী করতে যাচ্ছে। এতে পিসির ক্ষেত্রে বর্তমানে ইন্টেলের যে আধিপত্য রয়েছে তা খর্ব হবে বলে ধারনা করা যায়। আরমের প্রধান বৈশিষ্ট এতে বিদ্যুৎ খরচ অত্যন্ত কম। যেকারনে মোবাইল ফোন, নেটবুক এবং অন্যান্য ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। আরম জানিয়েছে তাদের নতুন প্রসেসর ২ গিগাহার্টজ পর্যন্ত গতিতে কাজ করবে এবং শক্তি ব্যবহারের হিসেবে ইন্টেলের অল্প শক্তির প্রসেসরের চেয়ে ৮ গুন বেশি কার্যকর কবে। ইন্টেলের এটম প্রসেসরের তুলনায় এর পারফরমেন্স হবে ৫ গুন বেশি।
আরম জানিয়েছে তারা নিজেরাই সাধারনের ব্যবহার উপযোগি যন্ত্রপাতি তৈরী করবে। বিশেষ করে নেটবুক, মোবাইল ফোন ইত্যাদি।
আরম প্রসেসরে উইন্ডোজ ৭ ব্যবহার করা যায় না, একথা উল্লেখ করলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উইন্ডোজের দৃষ্টিতে তাদের প্রযুক্তি বিচার করা ভুল। স্যামসাং এর উদাহরন উল্লেখ করে বলা হয়েছে আজকাল উইন্ডোজ ছাড়া টিভিতেই ইন্টারনেট ব্যবহার করা যায়।
তারা ইতিমধ্যে লিনাক্স ফাউন্ডেশনের সাথে চুক্তি করেছে।
No comments:
Post a Comment