আপনি যদি এভারেষ্টের চুড়ায় যেতে চান, কিংবা সমুদ্রে নীচে, বৃষ্টি-বাদলায় কিংবা তুষারপাতে, সাইকেল নিয়ে পাহারে উঠুন আর নৌকা নিয়ে ঢেউয়ের সাথে চলুন, সাথের ক্যামেরা নিয়ে চিন্তার কারন নেই যদি সেটা হয় ডিএক্সজি-১২৫ভি। এটা পানিতে নষ্ট হবে না, আছাড় পড়লে ভাঙবে না। একেবারে ছোট আকারের এই ক্যামেরায় হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। সাথে ঝকঝকে ষ্টিল ফটো। ক্যামেরাকে এক হাতের তালুতে রেখে ব্যবহার করা যাবে। হাতের সাথে সহজে আটকে রাখার জন্য রাবারের তৈরী ষ্ট্রাপ রয়েছে।
এই ক্যামেরার মাপ ২.৫ - .৮৮ – ৪.১ ইঘ্চি, ওজন ৩ আউন্স। এতে ২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে রয়েছে। ক্যামেরায় রয়েছে ১২৮ মেগাবাইট ইন্টারনাল মেমোরী, সাথে এসডি কার্ড স্লট। ১২৮০ – ৭২০ / ৩০ ফ্রেম ভিডিও রেকর্ড করা যাবে এতে। ষ্টিল ছবি ৩ মেগাপিক্সেল। ২ এক্স ডিজিটাল জুল ষ্টিল এবং ভিডিও উভয়ক্ষেত্রেই ব্যবহার করা যাবে।
সাধারন টিভি, এইচডি টিভি এবং কম্পিউটারের সাথে সংযোগর জন্য পোর্ট রয়েছে। এই ক্যামেরার দাম ১৩৯.৯৯ ডলার।
No comments:
Post a Comment