পরবর্তী প্রজন্মের ইউনিভার্শাল সিরিয়াল বাস টেকনোলজি বানিজ্যিকভাবে চালু হতে যাচ্ছে। আগামী সপ্তাহেই ইন্টেল ডেভেলপার ফোরাম প্রদর্শন করতে যাচ্ছে ইউএসবি ৩.০ ব্যবহার করা ডিভাইস। জানা গেছে সেখানে একটি ফুজিতসু ল্যাপটপের সাথে পয়েন্ট-গ্রে’ উচু মানের ভিডিও ক্যামেরা এবং সলিড ষ্টেট ড্রাইভ ব্যবহার করে দেখানো হবে।
বর্তমানে ইন্টারফেসের ক্ষেত্রে সবচেয়ে বড় যায়গা দখল করে রেখেছে ইউএসবি। পরবর্তী প্রজন্মের ইউএসবি ৩.০, অনেকের ভাষায় সুপার ইউএসবি বর্তমানের ইউএসবি থেকে ১০ গুন বেশি গতিতে ডাটা ট্রান্সফার করবে। সেইসাথে পাওয়ার ব্যবহারেও আগের চেয়ে উন্নত হবে।
এই প্রযুক্তি নিয়ে কাজ করছে ইন্টেল, এইচপি, মাইক্রোসফট, এনইসি, এরিকশন এবং টেক্সাস ইন্সট্রুমেন্ট। এবছরই অথবা আগামী বছরের শুরুতে এই প্রযুক্তির ব্যাবহার্য্য যন্ত্রপাতি পাওয়া যাবে বলে ধারনা করা হচ্ছে।
বর্তমানে যারা উচু মানের কাজে ইউএসবি ব্যবহার করেন, বিশেষ করে হাই ডেফিনিশন ভিডিও ক্যামেরা থেকে কম্পিউটারে ভিডিও ট্রান্সফারের কাজে তাদের বড় ধরনের সমস্যা দুর হবে এর ফলে।
No comments:
Post a Comment