September 18, 2009

ক্যামেরা কোথায় কিনবেন Buying digital camera in Bangladesh

ডিজিটাল যুগে বাস করে ডিজিটাল ক্যামেরা কেনা খুব সহজ আসলে কেনা না বলে ক্যামেরা সম্পর্কে জানা সহজ বলাই ভাল ইন্টারনেটে ঢুকে মুহুর্তে জেনে নিতে পারেন নতুন কি ক্যামেরা বাজারে এলো, কোন ক্যামেরার সুবিধে কি, অসুবিধেই বা কি, কোনটার দাম কত পৃথিবীর অধিকাংশ দেশে ঘরে বসেই পছন্দের ক্যামেরা কিনতে পারেন তবে যদি বাস করেন বাংলাদেশে, তাহলেই কিছু কিন্তু-

১ বছর আগে যে মডে বাজারে এসেছে, বর্তমানে তার বদলে আরো দুটি নতুন মডেল ছাড়া হয়েছে সেটাও বাংলাদেশে নতুন ক্যামেরার দোকানের বক্তব্য, অত নতুন ক্যামেরা পাওয়া যায় না ভুক্তভোগি কথার সত্যতা জানেন গত ১ বছরের যে শতাধিক মডেল বাজারে এসেছে তার দুচারটি ছাড়া বাকিগুলি কোন অস্তিত্ব নেই বাংলাদেশের বাজারে

আপনি যুক্তিসংগতভাবে খোজ করতে শুরু করুন ক্যামেরার ডিলারের কাছে নাইকন, অলিম্পাসের ডিলার ফ্লোরা লিমিটেড তাদের ওয়েবসাইটে ৩ বছর আগের মডেলের ক্যামেরা উল্লেখ করা হয়েছে নতুন হিসেবে দাম উল্লেখ করা নেই, যার কাছে যা নেয়া যায় ক্যাননের ডিলার জেএএন তাদের ওয়েবসাইট নেই সরাসরি দোকানে/শোরুমে গেলে সেখানেও পাবেন দুবছর আগের মডেল প্যানাসনিকের ডিলার এসিআই, তাদেরও ওয়েবসাইট নেই দোকান খুজে বের করলে সেখানেও পাবেন যে মডেলগুলি কোম্পানী বাতিলের খাতায় নিয়ে গেছে সেগুলি কোডাকের ডিলার কম্পিউটার সোর্স, তাদের ওয়েবসাইটে বর্ননা-দাম সবই রয়েছে তবে ৩ বছর আগের মডেল

বাকী যে পথ থাকে তা হচ্ছে মার্কেটে দোকানে ঘোরাঘুরি করা আইডিবি ভবনের কম্পিউটার সিটি কিংবা ষ্টেডিয়াম-বায়তুল মোকাররম মার্কেট লাগেজ পার্টির বদৌলতে যদি পছন্দের মডেলের ক্যামেরা পেয়ে যান তাহলে ডিলারদের তুলনায় অনেক সস্তায় কিনতে পাবেন

তবে সাবধান কেনার সময় একজন দক্ষ কাউকে সাথে নিয়ে যাবেন

তারপরও যদি কাজ না হয় তাহলে বিদেশফেরতা কারো খোজ বের করে তাকে মডেল নাম্বার জানিয়ে দিন।

আপনার পছন্দের পদ্ধতি বেছে নিন।

No comments:

Post a Comment