স্পিকারের জগতে বোস বিশাল নাম। তা হোম থিয়েটার হোক, কম্পিউটার হোক অথবা গাড়িতেই হোক। তারা আইপডের সাথে ব্যবহারের জন্য স্পিকার সাউন্ডডক ১০ বাজারে ছেড়েছে। ব্লু-টুথ কানেকটিভিটির এই সাউন্ড সিষ্টেম তারের সংযোগ ছাড়াই যে কোন যায়গায় রেখে ব্যবহার করা যাবে।
আইপডের জন্য কথাটি শুনে আকারে ছোট মনে হলেও সাউন্ডডক-১০ বেশ বড়ই। ৯ – ১৭ – ১০ ইঞ্চি। এর জন্য নতুনভাবে উফার ডিজাইন করা হয়েছে। আইফোন, আইপড টাচ অথবা ক্লিক হুইল আছে এমন যে কোন ডিভাইসের সাথে একে ব্যবহার করা যাবে। এর বাইরে ডিভাইস ব্যবহারের জন্য কেবল দিয়ে সংযোগ দিতে হবে।
বোসের শব্দের মান নিয়ে যেমন কোন প্রশ্ন নেই তেমনি এর দাম নিয়ে আপত্তি অনেক। এই সাউন্ড সিষ্টেমের দাম ৬০০ ডলার।
No comments:
Post a Comment