আপনি যদি ভাইরাস, মালঅয়্যার ইত্যাদির ভুক্তভোগি হন তাহলে খবরটা শুনে একটুখানি হেসে নিতে পারেন। এফ-সিকিউর নামে এক ওয়েব নিরাপত্তা সংস্থা জানাচ্ছে তারা pakbugs.com নামে হ্যাকারদের সাইটে ঢুকে তাদের সব তথ্য বের করে এনেছে। এরা মালঅয়্যার কেনা-বেচার ব্যবসা ছাড়াও ক্রেডিট কার্ডের তথ্য চুরি জাতিয় কাজের সাথে জড়িত। তাদের ওয়েব সাইট থেকে রেজিষ্টার্ড মেম্বারদের তালিকা, তাদের পাশওয়ার্ড, ইমেইল ইত্যাদি তথ্য বের করে আনে তারা। এতে তাদের সাইটের স্ক্রীনশটও ছিল।
তবে এফ-সিকিউর জানাচ্ছে এর পর থেকেই সাইটটি কখনো চালু হচ্ছে কখনো বন্ধ থাকছে। সেখানে ঢোকার চেষ্টা করে ঢোকা যাচ্ছে না।
No comments:
Post a Comment