হ্যাকারদের আক্রমনের শিকার হয়েছে টুইটার, ফেসবুকের মত সোস্যাল নেটওয়ার্ক সাইট। টুইটার কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় এই আক্রমনে। ফেসবুক ব্যবহারকারীরা সাইটে ঢুকতে পারেননি।
টুইটার জানিয়েছে এই আক্রমনের ফলে ব্যবহারকারীরা সাইটে ঢুকতে পারেননি। ধারনা করা হচ্ছে এই আক্রমনের কারন বর্তমান রাশিয়া-জর্জিয়া বিরোধ। আবখাজিয়াপন্থী কেউ টুইটার, ফেসবুক এবং অন্যান্য সাইটে অসংখ্য ইমেইল পাঠাতে শুরু করলে এই সমস্যার সৃষ্টি হয় বলে জানিয়েছেন সানফ্রান্সিসকো ভিত্তিক প্যাকেট ক্লিয়ারিং হাউজের রিসার্চ ডিরেক্টর বিল উডকক। বছর খানেক আগে রাশিয়া এবং জর্জিয়ার মধ্যে এক সংক্ষিপ্ত যুদ্ধের পর রাশিয়া দক্ষিন ওশেটিয়া এবং আবখাজিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বিকৃতি দেয়।
যখন ব্যবহারকারীরা এইসব সাইটের লিংকে ক্লিক করেন তারা হাজির হন সেই আবখাজিয়াপন্থির ওয়েবসাইটে। সেখানে এত বেশি পরিমান ট্রাফিক জমে যে পুরো ব্যবস্থাই অকেজো হয়ে পড়ে। ১০ বছরের পুরনো ব্লগিং সার্ভিস লাইভজার্নাল জানিয়েছে তাদের সাইটও একই ধরনের অবস্থার শিকার হয়েছে।
No comments:
Post a Comment