বিশ্বের অন্যতম প্রধান ফটোগ্রাফি প্রতিযোগিতা নাইকন ফটো কনটেষ্ট ইন্টারন্যাশনাল ২০০৮-২০০৯ এর বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। পুরস্কার পেয়েছেন দুজন আমেরিকান। ১৯৬৯ সাল থেকে প্রতিবছর অনুষ্ঠিত অন্যতম সন্মানজনক এই প্রতিযোগিতা পেশাদার এবং সৌখিন ফটোগ্রাফারদের একসাথে করার এক উল্লেখযোগ্য আয়োজন। এবছর মাই প্লানেট বিভাগে ছবি পাঠিয়ে শ্রেষ্ঠ ফটোগ্রাফার হয়েছেন পিটার জি এলিসন। ফটোগ্রাফাররা বিশ্ব সম্পর্কে তাদের অনুভুতি প্রকাশ করেছেন এই বিভাগে। এলিসন উঠিয়েছেন সমুদ্রের নিচের ছবি।
এমারজিং ট্যালেন্ট হিসেবে তরুনদের মধ্যে পুরস্কার জিতেছেন ড্যানি ঘিটিস। ড্যানি উঠিয়েছেন গঙ্গাস্নানের ছবি। ৩০ বছরের কম বয়সীদের জন্য ছিল এই বিভাগ।
No comments:
Post a Comment