August 6, 2009

সনির নতুন ক্যামেরা DSC-WX1 এবং TX1

সনি নতুন প্রযুক্তির দুটি ক্যামেরা বাজারে ছেড়েছে বলা হচ্ছে এগুলিতে Exmor R প্রযুক্তির সেন্সর ব্যবহার করা হয়েছে যা অল্প আলোতে স্বাভাবিক সিমোস সেন্সরের তুলনায় দ্বিগুন ফল দেবে ক্যামেরাদুটি তাদের আগের W এবং T সিরিজের বডি ব্যবহার করা হয়েছে ডব্লিউএক্স১ মডেলে ৫ এক্স অপটিক্যাল জুম (২৫-১২৫ মিমি) এবং টিএক্স১ মডেলে ৪ এক্স (৩৫-১৪০ মিমি) জুম ব্যবহার করা যাবে এছাড়া ডিজিটাল জুম ব্যবহার করা যাবে যথাক্রমে ৫.৬ এক্স এবং ৫ এক্স এছাড়া দুটি মডেলেই হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে

সনি জানিয়েছে ডব্লিউ এক্স ১ মডেলে ফাষ্ট লেন্স এবং টিএক্স১ মডেলে ৬-শট লেয়ারিং প্রযুক্তি ব্যবহারের ফলে অল্প আলোতে ছবি উঠানোয় উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যাবে ১ সেকেন্ডের কম সময়ে ৬টি ছবি উঠিয়ে সেগুলিকে সনির বিয়ঞ্জ প্রসেসরের মাধ্যমে একটি ছবিতে পরিনত করে নিখুত ছবি পাওয়া যাবে

অল্প আলোতে ছবি উঠানোর সুবিধার পাশাপাশি এতে সুইপ প্যানোরমা নামে নতুন পদ্ধতি যোগ করা হয়েছে প্রেস এন্ড সুইপ নামে অভিহিত এই মোডে খুব সহজে প্যানোরমিক ছবি উঠানো যাবে সেইসাথে যোগ করা হয়েছে সেকেন্ডে ১০টি ছবি উঠানোর ক্ষমতা

ডিজাইন এবং আকারের দিক থেকেও ক্যামেরা দুটি আকর্ষনীয় ক্যামেরাগুলি আগষ্ট থেকেই কিনতে পাওয়া যাবে দাম যথাক্রমে ৩৫০ ডলার এবং ৩৮০ ডলার

No comments:

Post a Comment