August 6, 2009

তোসিবার ৫১২ গিগাবাইট সলিড ষ্টেট ড্রাইভ Toshiba shios 512GB SSD

আগামী দিনের হার্ডডিস্ক সলিড ষ্টেট ড্রাইভকে নতুন মাত্রায় নিয়ে গেছে তোসিবা। ৫১২ গিগাবাইট ড্রাইভ বাজারে ছেড়েছে তারা। অস্বাভাবিক দ্রুতগতির এই ডিস্ক ৫১২ গিগাবাইট ছাড়াও ৬৪, ১২৮ এবং ২৫৬ গিগাবাইটে পাওয়া যাবে। ৪৩-ন্যানোমিটার ম্যানুফ্যাকচারিং প্রসেস এ তৈরী এই ডিস্কগুলিতে মাল্টি লেভেল সেল (MLC) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ড্রাইভগুলি দুভাবে বাজারে ছাড়া হতে পারে, ১.৮ ইঞ্চি খাপের মধ্যে, যা একেবারে পাতলা ল্যাপটপের জন্য, অথবা ২.৫ ইঞ্চি খাপে সাধারন ল্যাপটপের জন্য।

গত ডিসেম্বর তোসিবা জানিয়েছিল তারা এধরনের ডিস্ক বাজারে আনবে। বর্তমানে সরাসরি তোসিবার মাধ্যমে সেগুলি বিক্রি হচ্ছে। দামের দিক থেকে এখনও তেমন আকর্ষনীয় পর্যায়ে আসেনি কারন তোসিবা জানিয়েছে খুচরা বিক্রির জন্য ৬৪ গিগাবাইট ডিস্কের দাম হবে ২২০ ডলার এবং ৫১২ গিগাবাইটরে দাম ১৬৫২ ডলার। তবে সময়ের সাথে সাথে এই দাম কমে আসবে।

সলিড ষ্টেট ড্রাইভের সুবিধা হচ্ছে এগুলি আকারে অত্যন্ত ছোট এবং হাল্কা, ব্যবহারে পাওয়ার খরচ কম, ভেতরে নড়াচড়া করার মত মেকানিক্যাল কোন অংশ নেই এবং অন্যান্য হার্ডডিস্কের তুলনায় ডাটা ট্রান্সফার রেট অত্যন্ত বেশি। ২৩০ মেগাবাইট/সে।

এধরনের ড্রাইভের ক্ষেত্রে তোসিবা একমাত্র কোম্পানী না। মাইক্রন টেকনোলজিস তাদের ২৫৬ গিগাবাইট ড্রাইভ বিক্রি করছে ৫৯৯ ডলারে। দামের দিক থেকে তোসিবার চেয়ে কমে।

No comments:

Post a Comment