এবারে ওয়াটারপ্রুফ ক্যামেরার তালিকায় নাম লেখাল পেনট্যাক্স। তাদের অপটিও ডব্লিউএস-৮০ মডেলের ক্যামেরাটির পুরুত্ব এক ইঞ্চির কম, ৫ ফুট পানির নিচে ২ ঘন্টার বেশি ব্যবহার করলেও ক্যামেরার ক্ষতি হবে না। ধুলাবালির ক্ষেত্রে JIS ক্লাশ ৬ ডাষ্টপ্রুফ। আর সাধারন ক্যামেরা হিসেবেও চমৎকার। ১০ মেগাপিক্সেল, ইমেজ ষ্ট্যাবিলাইজেশন সহ ৫ এক্স অপটিক্যাল জুমের (৩৫-১৭৫ মিমি) এই ক্যামেরায় হাই ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে।
ক্যামেরাটিতে রয়েছে ৯-পয়েন্ট কন্ট্রাষ্ট ডিটেকশন অটোফোকাসিং। এছাড়া ক্যামেরার অন্যান্য ফিচারগুলি যেমন, স্মাইল ক্যাপচার, ব্লিংক ডিটেকশন, অটো পিকচার মোড, ডিজিটাল ওয়াইড, ডিজিটাল প্যানোরমা মোড ইত্যাদি। ফ্রেম কম্পোজিট মোড নামে একটি বিশেষ ব্যবস্থা রয়েছে যেখানে ক্যামেরাতেই ৯০টি ছবি ওভারলে করা যাবে। এমনকি এতে টাইম ল্যাপস মোডও যুক্ত করা হয়েছে।
এর ডিসপ্লে ২.৭ ইঞ্চি। এতে ৩৩.৬ মেগাবাইট ইন্টারনাল মেমোরী রয়েছে, সেইসাথে এসডি কার্ড স্লট। অপটিক্যাল জুম ছাড়াও ৫.৭ এক্স ডিজিটাল জুম ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment