যখন সবাই ধরে নিচ্ছেন এইচপি ডিভিডি বিদায় নিয়েছে এবং ব্লু-রে ডিস্কের জন্য ভাল সময় আসছে ঠিক তখনই তাদের জন্য রীতিমত দুঃসংবাদ। তোসিবা তাদের হাই-ডেফিনিশন ডিভিডির স্বত্ব বিক্রি করছে চীনের কাছে। চীন এর ফলে চায়না ব্লু হাই ডেফিনিশন ডিস্ক (CBHD) নামে নতুন ধরনের ডিস্ক তৈরী করবে। আগে থেকেই এর ফল অনুমান করে বলা হচ্ছে, বাজারের অধিকাংশ এরা দখল করবে। কারন এই ডিস্কের দাম ব্লু-রে ডিস্কের তিনভাগের একভাগ।
সনি একসময় জানিয়েছিল হাই ডেফিনিশন টিভির জন্য হাই-ডেফিনিশন ভিডিও প্রয়োজন। এরই ফল হিসেবে এইচডি-ডিভিডি এবং ব্লু-রে বাজারে আসে। তবে ব্লু-রে এখনও জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে তোসিবা এবং অন্যরা চেষ্টা করেও খুব সফল হতে পারেনি। চীনের কাছে প্রযুক্তি বিক্রি করায় এই প্রযুক্তিতে আমুল পরিবর্তন দেখা দেবে বলে ধারনা করা হচ্ছে। একদিকে চীনের পক্ষে সম্ভব দাম ক্রয়সীমার মধ্যে রাখা, অন্যদিকে তোসিবা নিজের বিনিয়োগ থেকে যেমন রেহাই পেল তেমনি পরবর্তীতে চুক্তির ফলে বিপুল পরিমান অর্থলাভ করবে। একদিকে তোসিবার যেমন একক ঝুকি কমল অন্যদিকে চীনের সরকার নতুন ব্যবসা হাতে পেল। সেইসাথে যারা ভাল মানের ভিডিও দেখতে আগ্রহি তারা উপকৃত হবেন।
No comments:
Post a Comment