নোকিয়ার বেষ্ট সেলার মোবাইল ৫৮০০ এক্সপ্রেস মিউজিক এর ছোট ভাই বলে পরিচিত ৫৫৩০ বাজারে আসছে ১১ আগষ্ট। এখনই অনলাইনে অর্ডার নেয়া হচ্ছে। দেখতে ৫৮০০ এর মতই এই ফোনের দাম তুলনামুলক অনেক কম। বৃটেনে প্রি-পেইড সীম (আনলকড) সহ এর দাম ১৫০ ইউরো। অন্তত আগামী ৬ সপ্তাহ এই দামে কেনা যাবে কারফোন অয়্যারহাউজের কাছ থেকে। তারা সেপ্টেম্বর পর্যন্ত এই বিক্রির অনুমতি পেয়েছে।
৫৫৩০ আকারে ৫৮০০ থেকে সামান্য ছোট। এর টাচস্ক্রিণ ২.৯ ইঞ্চি (৩৬০ – ৬৪০), সাথে ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া ওয়াই-ফাই, ব্লু-টুথ, এফ-এম রেডিও, মাইক্রো এসডি কার্ড স্লট এসব রয়েছে। এর অপারেটিং সিষ্টেম সিমবিয়ান এস৬০ ফিফথ এডিশন।
মুল ৫৮০০ থেকে যা বাদ দেয়া হয়েছে তা হচ্ছে থ্রিজি কানেকটিভিটি, জিপিএস এবং ভিডিও রেকর্ডিং। তবে এক্সপ্রেস মিউজিক এব প্রধান বৈশিষ্ট ষ্টেরিও স্পিকার এবং ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে। এছাড়া ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, পিডিএফ ইত্যাদি ডকুমেন্ট ভিউয়ার থাকবে। এর নিজস্ব মেমোরী ৭০ মেগাবাইট + ১২৮ মেগাবাইট, সেটের সাথে ৪ গিগাবাইট কার্ড দেয়া হবে। ৫টি ভিন্ন ভিন্ন রঙে সেটটি বিক্রি হবে।
No comments:
Post a Comment