August 8, 2009

ন্যাশনাল জিওগ্রাফিক ফটোগ্রাফি প্রতিযোগিতা National Geographic Fourth Annual International Photography Contest

ন্যাশনাল জিওগ্রাফিক ইন্টারন্যাশনাল ফটো কনটেষ্ট চতুর্থ প্রতিযোগিতার জন্য ছবি আহ্বান করা হয়েছে। যে কোন দেশ থেকে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকার পাঠক এতে অংশ নিতে পারবেন। বিজয়ী ন্যাশনাল জিওগ্রাফিকের খরচে ওয়াশিংটনে ন্যাশনাল জিওগ্রাফিক হেডকোয়র্টারে ভ্রমনের সুযোগ পাবেন। সেইসাথে ছবিগুলি ছাপা হবে ন্যাশনাল জিওগ্রাফিকে। শুধু ইংরেজি ভাষার ৮টি দেশেই না, অন্যান্য যে ২০টি আঞ্চলিক ভাষায় ছাপা হয় সেগুলিতেও প্রতিবেদন হিসেবে ছাপা হবে।

ইংরেজি ভাষার পত্রিকার এলাকা, যেমন অষ্ট্রেলিয়া, কানাডা, ভারত, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিন আফ্রিকা, আমেরিকা এবং বৃটেন এর পাঠকেরা ৩টি বিভাগে মোট ৬টি ছবি পাঠাতে পারবেন। বিভাগগুলি হচ্ছে, People, Places এবং Nature. ৫ আগষ্ট থেকে অক্টোবর ৩১ তারিখ পর্যন্ত ছবি গ্রহন করা হবে। প্রতিটি ছবির জন্য কিছু এন্ট্রি ফি দিতে হবে। ১৫ অক্টোবরের আগে এই ফি ১২ ডলার, তারপর ২২ ডলার।

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন http://www.ngphotocontest.com/

No comments:

Post a Comment