এসডি মেমোরী কার্ডের নতুন প্রজন্ম এসডিএক্সসি কার্ডের কথা জানানো হয়েছিল কয়েক মাস আগে। তোসিবা প্রথম কোম্পানী হিসেবে এই কার্ড বাজারে আনতে যাচ্ছে। তারা ৬৪ গিগাবাইট ধারনক্ষমতার কার্ড তৈরী করেছে। এর ডাটা ট্রান্সফার রেট অন্য যে কোন মেমোরী কার্ডের চেয়ে বেশি। নতুন কার্ড ছাড়াও সাধারন এসডিএইচসি কার্ডের ধারনক্ষমতাও বাড়িয়েছে তোসিবা। এখন ১৬ গিগাবাইট এবং ৩২ গিগাবাইটের কার্ড ও তৈরী করছে। এবছর নভেম্বরে তারা এসডি-এক্স এবং ডিসেম্বরে এসডিএইচসি কার্ডের বানিজ্যিক উৎপাদন শুরু করবে।
নতুন এসডি-এইচসি কার্ড দুটি বর্তমানের এসডি কার্ডের ষ্টান্ডার্ডের, ফলে ব্যবহারকারী এসডি কার্ডের বদলে সরাসরি ব্যবহার করতে পারবেন। এগুলির ডাটা রাইট স্পিড ৩৫ মেবা/সে এবং রিড স্পিড ৬০ মেবা/সে। বর্তমানে ডিজিটাল ক্যামেরায় উচু মানের ছবি কিংবা ভিডিও রেকর্ডিং এর জন্য এধরনের কার্ডের চাহিদা ক্রমে বেড়েই চলেছে।
উল্লেখ করা যেতে পারে এসি কার্ডে সর্বাধিক ২ গিগাবাইট হতে পারে, এসডি-এইচসি হয় ৪ থেকে ৩২ গিগাবাইট। আর এসডি-এক্সসি হতে পারে ২ টেরাবাইট। তবে এগুলির ফাই সিষ্টেম আলাদা হওয়ার কারনে শুধুমাত্র exFAT ফাইল সিষ্টেমে ব্যবহার করা যাবে।
No comments:
Post a Comment