ছোট আকারের ভিডিও ক্যামেরার চাহিদা ক্রমশ বৃদ্ধির পথে। এতে ফুল হাই ডেফিনিশন ভিডিও নিয়ে আকর্ষনীয় ক্যামেরা যোগ করেছে ইষ্টম্যান কোডাক কোম্পানী। তাদের জেড-আই-৮ ক্যামেরায় ইলেকট্রনিক ইমেজ ষ্ট্যাবিলাইজেশন রয়েছে, ফলে হাত কাপলেও তার প্রভাব ভিডিওতে পড়বে না। যারা মুহুর্তের মধ্যে একটিমাত্র বাটনে চাপ দিয়ে ভিডিও করতে চান তাদের জন্যই এই ক্যামেরা।
এতে রয়েছে ২.৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। বিল্ট-ইন ইউএসবি পোর্ট যার মাধ্যমে কেবল ছাড়াই সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ দেয়া যাবে। ভিডিও ছাড়াও ৫ মেগাপিক্সেল ষ্টিল ছবি উঠানো যাবে এতে। সরাসরি ইউটিউব, ফেসবুক ইত্যাদিতে আপলোড করা যাবে।
এর এসডি স্লটে ৩২ গিগাবাইট কার্ড ব্যবহার করে ১০ ঘন্টার হাই-ডেফিনিশন ভিডিও রেকর্ড করা যাবে। ভাল সাউন্ড রেকর্ডিং এর জন্য এক্সটারনাল মাইক্রোফোন জ্যাক রয়েছে। ভিডিওকে সরাসরি হাই-ডেফিনিশন টিভিতে দেখার জন্য পোর্ট এবং ক্যামেরার সাথেই কেবল দেয়া হয়।
উইন্ডোজ এবং ম্যাক উভয় কম্পিউটারে ব্যবহার উপযোগি এই ক্যামেরার দাম ১৮০ ডলার।
No comments:
Post a Comment