August 10, 2009

ফায়ারফক্স এর নতুন ভার্শন Mozilla Firefox 3.6 Alpha

মজিলা তাদের ফায়ারফক্সের নতুন আরেকটি টেষ্ট ভার্শন ছেড়েছে। ফায়ারফক্স ৩.৬ এর আলফা ভার্শনে ৩.৫ থেকেও দ্রুত কাজ করবে। এছাড়া নতুন বেশকিছু বিষয় যোগ করা হয়েছে। আগের ধারনার চেয়েও দ্রুত এই ভার্শন রিলিজ দেয়া হবে বলে ধারনা করা হচ্ছে। ৩ থেকে ৩.৫ হতে যতটা সময় লেগেছে ততটা সময় লাগবে না।

ফায়ারফক্স ৩.৬ এর কোডনেম নামোরোকা (Namoroka)। এতে জাভাস্ক্রিপ্ট আগের চেয়ে দ্রুত কাজ করবে, পেজ রেন্ডারিং হবে আগের চেয়ে দ্রুত। সিএসএস এর জন্য কিছু নতুন ফিচার যোগ করা হয়েছে। কম্পোজিটর নামে নতুন একটি ফিচার যোগ করা হয়েছে।

বর্তমানে ব্রাউজিং সফটওয়্যারের জন্য দ্রুতগতিই প্রধান বিষয়। সেকারনেই এদের মধ্যে প্রতিযোগিতা অত্যন্ত বেশি এবং এরফলে খুব দ্রুত নতুন নতুন ভার্শন বাজারে দেখা যাচ্ছে।

ফায়ারফক্স ৩.৬ ডাউনলোড করা যাবে তাদের ডাউনলোড সাইট থেকে ;

https://developer.mozilla.org/devnews/index.php/2009/08/07/firefox-3-6-alpha-1-now-available-for-download/

No comments:

Post a Comment