মাইক্রোসফট
জানিয়েছে তাদের নতুন অপারেটিং সিষ্টেম উইন্ডোজ ৮ এবং এটা ব্যবহার করে ট্যাবলেট
সারফেস রিলিজ দেয়া হবে অক্টোবরের ২৬ তারিখে। এতদিন ধারনা করা হচ্ছিল ট্যাবলেটটি
বাজারে আনা হবে উইন্ডোজ বাজারে আসার পর।
ট্যাবলেটটি
মাইক্রোসফট নিজে ডিজাইন করেছে কিনা বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। দুধরনের সারফেস
ট্যাবলেট তৈরী করা হবে। একটি আরম প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ আরটি অপারেটিং
সিষ্টেমে, অপরটি আইভি ব্রিজ প্রসেসর ভিত্তিক, চলবে উইন্ডোজ ৮ ব্যবহার করে।
দ্বিতীয়টির নাম সারফেস প্রো। সারফেসে ১০.১ ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং সারফেস প্রোতে
ফুল এইচডি ডিসপ্লে থাকবে।