এপলের পন্য কেনার জন্য মানুষ ঘন্টারপর ঘন্টা লাইনে দাড়ায়। আগের দিন এসে অপেক্ষা করে। নতুন আইপ্যাড ২ এর ক্ষেত্রেও এতটাই আগ্রহ দেখিয়ে ক্রেতারা। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনলাইন নিলামের দোকান ই-বে ব্যবহার করে ধনী হচ্ছে অনেকে। সঠিকভাবে বললে অন্তত ১২ হাজার। মুল আইপ্যাডের যা দাম তার ৪০ থেকে ৫৩% বেশি দামে বিক্রি হচ্ছে সেখানে।
সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কমদামের ১৬ গিগাবাইট ওয়াই-ফাই ভার্শন এবং সবচেয়ে দামী ৬৪ গিগাবাইট ওয়াইফাই/থ্রিজি ভার্শন। মানুষর এভাবে হুমড়ি খেয়ে পড়ার পেছনে অবশ্য কিছু বিশেষজ্ঞের বক্তব্যও সহায়তা করেছে। জাপানে ভুমিকম্পের ফলে এধরনের পন্যের দাম বেড়ে যাবে এমন ধারনা তৈরী হয়েছে মানুষের মধ্যে।
বর্তমানে আইপ্যাড স্বাভাবিক দামে এপলের বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে।
No comments:
Post a Comment