April 2, 2011

লক্ষ লক্ষ কম্পিউটার হ্যাকারদের আক্রমনের শিকার

বিশ্বব্যাপি লক্ষ লক্ষ কম্পিউটার মাস-ইনজেকশন নামে অভিহিত একটি আক্রমনের শিকার হয়েছে। এরফলে সেখানে উচুমানের হ্যাকিং কোড যোগ করা হয়েছে যা ব্যবহারকারীকে একটি ভুয়া সফটঅয়্যার কেনার জন্য একটি ওয়েবসাইটে নিয়ে যায়। বলা হচ্ছে এধরনের এত বড় আক্রমনের ঘটনা আগে ঘটেনি।
যে ওয়েবসাইটে নিয়ে যায়, এবং যেভাবে নিয়ে যায় তাতে ব্যবহারকারীর সন্দেহ করার কিছু থাকে না। সাইটের নাম উইন্ডোজ স্ট্যাবিলিটি সেন্টার। অর্থাত ব্যবহারকারী বিশ্বাস করেন তার উইন্ডোজে সমস্যা হয়েছে যা মাইক্রোসফট ঠিক করে দেবে। কিন্তু বাস্তবে এই নামে মাইক্রোসফটের কোন সাইট নেই।
বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা পুরোপুরি দুর করতে সময় নেবে। প্রথমে সফটঅয়্যারের বৈশিষ্ট জানতে হবে, তারপর সেটা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ওয়েবসাইটগুলিকে। সাধারনত এধরনের আক্রমন দীর্ঘদিন ধরে অবস্থান করে।
অবশ্য ব্যবহারকারী সচেতন হলে এটি এড়ানো যায়। ইনেফেকটেড লিংকে ক্লিক না করা, ক্লিক করলে উইন্ডোটি সাথেসাথে বন্ধ করে দেয়া, ক্লিক করলেও উইন্ডোজ স্যাবিলিটি সেন্টার নামে ওয়েব সাইটে যাওয়ার সেষ্টা করলে সেখানে না যাওয়া। এতে কোন ক্ষতির সম্ভাবনা থাকবে না।

No comments:

Post a Comment