April 1, 2011

গুগল নেক্সাস ট্যাবলেট, তৈরী করবে এলজি

কয়েকটি স্মার্টফোন তৈরীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের নামে ট্যাবলেট তৈরী করতে যাচ্ছে গুগল। এটা তৈরী কোরীয় কোম্পানী এলজি। এতে ব্যবহার করা হবে এন্ড্রয়েড ৩.০ হানিকম্ব অপারেটিং সিষ্টেম। এর আগে অবশ্য গুগল তাদের নেক্সাস ওয়ান কিংবা নেক্সাস এস বিক্রির ওপর খুব জোর দেয়নি।
এর ফলে অদ্ভুত এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গুগলকে প্রতিযোগিতা করতে হবে তাদের এন্ড্রয়েড পার্টনার সনি এরিকসন এবং মটোরোলার সাথে। স্যামসাং এবং এইচটিসি অবশ্য এরসাথে অন্য অপারেটিং সিষ্টেমও ব্যবহার করে। তারা যে কোন সময় যে কোনদিকে যেতে পারে।

No comments:

Post a Comment