সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুক এবং এর প্রতিস্ঠাতা-প্রধান মার্ক জুকারবার্গের নামে ১০০ কোটি ডলারের মামলা ঠুকেছেন ল্যারী ক্লেম্যান। তিনি জুডিশিয়াল ওয়াচ এবং ফ্রিডম ওয়ার এর প্রতিস্ঠাতা এবং ২০০৪ সালে আমেরিকার সিনেট নির্বাচনের একজন প্রার্থী। তার অভিযোগ, ফেসবুক তাদের ওয়েবসাইট থেকে সময়মত তৃতীয় প্যালেষ্টাইনী ইত্তেফাদার পেজ সময়মত সরিয়ে নেয়নি। এতে ইসরাইলী নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ডাক দিয়েছে।
ফেসবুক পেজটি না সরিয়ে অবহেলা এবং দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ক্লেম্যান নিজে ইহুদি। তারজন্য এটা হুমকি মনে করছেন তিনি।
ফেসবুক শুরুতে জানিয়েছিল তারা পেজটি সরাবে না, বরং সেদিকে দৃষ্টি রাখবে। পরে অবষ্য পেজটি সরিয়ে ফেলা হয়। তবে ক্লেম্যানের বক্তব্য সেটা সরিয়ে ফেললেও সময়মত করা হয়নি। এরই মধ্যে ক্ষতি হয়ে গেছে এবং এর অনুকরনে অন্যান্য পেজ জনপ্রিয়তা পেয়েছে। অবশ্য মুল পেজের সাথে লিংক ছিল সাড়ে ৩ লক্ষ ব্যবহারকারীর, যেখানে নতুন পেজের লিংক ৩৫০ এর কম।
বর্তমান মধ্যপ্রাচ্য আন্দোলনে সামাজিক নেটওয়ার্ক সাইটগুলির ভুমিকা ছিল উল্লেখ করার মত। তাদের জনপ্রিয়তা, ব্যবহার যেমন বেড়েছে তেমনি তারা অতিরিক্ত লাভের মুখ দেখেছে।
আর ক্লেম্যানের প্যালেষ্টাইনী আন্দোলনের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা করার বিষয়ে পরিচিতি রয়েছে। তিনি নিজে ইসরাইলের ঘোর সমর্থক, প্রকাশ্যে নিজেকে জায়োনিষ্ট বলেন। সেকারনে তার ওপর আক্রমনের আশংকা করেছেন তিনি।
No comments:
Post a Comment