April 3, 2011

ফটোশপের জন্য নিক সিলভার ইফেক্স প্রো ২

এডবি ফটোশপ, লাইটরুম কিংবা এপল এপারচারের সাথে ব্যবহার করা অত্যন্ত জনপ্রিয় এই সফটঅয়্যার যদি ব্যবহার না করে থাকেন তাহলে এর সম্পর্কে শুনলে একটু অবাক হতেই পারেন। এর কাজ রঙিন ছবিকে সাদাকালো ছবিতে পরিনত করা। প্রশ্ন করতে পারেন, রঙিন ছেড়ে সাদাকালোয় যাব কেন ?
এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন। এটুকু উল্লেখ করা যায়, এই সফটঅয়্যার বিক্রি হয় ২০০ ডলারে। দামের হিসেবে যথেষ্ট দামী সফটঅয়্যার।
এর সুবিধে কি দেখে নেয়া যাক। এটা ইনষ্টল করলে ব্যবহারের জন্য আপনার সফটঅয়্যারে একটি ইমেজ ওপেন করতে হবে। ধরুন ফটোশপ। এরপর ফিল্টার ট্যাব থেকে সিলভার ইফেক্স প্রো সিলেক্ট করুন। আপনার সিলেক্ট করা ইমেজ পৃথক একটি উইন্ডোতে পাওয়া যাবে।
মুল উইন্ডো তিনটি ভাগে বিভক্ত। বামদিকে রয়েছে সাদা-কালো ফিল্টার, এখানে প্রিসেট দেখা যেতে পারে। ডানদিকে রয়েছে পছন্দমত যেকোনকিছু পরিবর্তন করার ব্যবস্থা, আর মাঝখানে পরিবর্তিত ইমেজের প্রিভিউ।
ব্রাইটনেস, কন্ট্রাষ্ট এবং স্ট্রাকচার এই তিনটি পরিবর্তনের জন্য রয়েছে তিনটি প্রধান স্লাইডার। স্ট্রাকচার স্লাইডারে এডবি ক্যামেরা-র ব্যবহারে করে যেধরনের ফল পাওয়া যায় সেটাই পাওয়া যাবে। নতুন ভার্শনে (২) তে যোগ করা হয়েছে ডায়নামিক ব্রাইটনেস এবং সফট কন্ট্রাষ্ট। এদুটি টোনের মান পরিবর্তনে ব্যবহার করা যায়।
মুল বিষয় হচ্ছে, আপনি শুধু রঙিন ছবিকে সাদা-কালো করছেন না, সেখানে আলো এবং অন্ধকার, এবং মাঝামাঝি যে কোন যায়গার আলো নিয়ন্ত্রন করার সুযোগ পাচ্ছেন।
ছবির কোন একটি অংশে কোন রং ব্যবহার করার জন্য রয়েছে কালার ফিল্টার ট্যাব। হয়ত কোন ব্যক্তির সবকিছু সাদাকালো রেখে শুধুমাত্র চোখ রঙিন রাখতে চান, সেটা করা যাবে এখান থেকে। বড় করে নির্দিষ্ট অংশের প্রিভিউ দেখার জন্য যায়গা রয়েছে নিচের দিকে।
যারা পেশাদার ফটোগ্রাফার তারা এই সফটঅয়্যার ব্যবহার করেন। এবং ক্রিয়েটিভ ডিজাইনাররা। আপনি ব্যবহার করে দেখতে পারেন।

No comments:

Post a Comment